Wednesday, 10 December 2014

নতুন নিরাপত্তা ত্রুটি, হুমকির সম্মুখীন ফেসবুক গুগল ব্যবহারকারীরা

নতুন নিরাপত্তা ত্রুটি, হুমকির সম্মুখীন ফেসবুক গুগল ব্যবহারকারীরা



এবার নিরাপত্তা বিপর্যয় দেখা দিয়েছে বহুল ব্যবহৃত দুটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডে। যার মাধ্যমে যে কেউ গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটারের মত অনলাইন সার্ভিস থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ইনফরমেশনে একসেস পেতে সক্ষম হবে। এই বিপর্যয়ের নাম দেয়া হয়েছে "Covert Redirect"। যে সিকিউরিটি স্ট্যান্ডার্ডে এই ত্রুটি বিদ্যমান তা হলো ২ টি বহুল ব্যবহৃত ওপেন সোর্স সেশন অথোরাইজেশন প্রোটোকল OAuth 2.0 এবং OpenID।










আক্রমণকারীরা এই ত্রুটি কাজে লাগিয়ে যে কোন বৈধ ওয়েব সাইটে গোপনে ফিশিং এর চেষ্টা চালাতে সক্ষম, এই কথা জানিয়েছে ত্রুটি যিনি খুঁজে পেয়ে তিনি। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পিএইচডি'র ছাত্র ওয়াং জিং এই নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন।




http://www.onbangladesh.org/newsdetail/detail/200/75454

No comments:

Post a Comment